শিমুল (Cotton Tree)
বাংলা বা স্থানীয় নামঃ শিমুল
ইউনানী নামঃ সেম্ভল
আয়ুর্বেদিক নামঃ শাল্মলী
ফার্সী নামঃ সেম্ভব
হিন্দি নামঃ সমল, শেম্ভল
সংস্কৃত নামঃ শাল্মলী, মোচা, পিচ্ছিলা, পূরনী, রক্তপুষ্পা
ইংরেজি নামঃ Cotton Tree
বৈজ্ঞানিক নামঃ Salmalia malabarica Schott
পরিবারঃ Bombacaceae
.
ব্যবহৃত অংশঃ কচি গাছের মূল । বড় গাছের ছাল, ফুল, বীজ এবং ত্বকরস বা মোচরস ।
.
ক্রিয়াঃ শুক্র বর্ধক, বলকারক, লিউকোরিয়া ও অতিরিক্ত রক্তস্রাবে কার্যকর ।
(তথ্য সূত্রঃ প্রাথমিক চিকিৎসায় ভেষজ, লেখকঃ ডাঃ আলমগীর মতি, প্রকাশকঃ মডার্ণ প্রকাশনী, ৩য় প্রকাশ আগস্ট ২০১৫, পৃষ্ঠাঃ ১৭০)
.
সাধারন ক্রিয়াঃ
যৌনশক্তি বর্ধক, বীর্যসৃষ্টি কারক, দেহ মোটা ও তাজা করে, দৈহিক তাপের সংরক্ষণ ও যৌবনের স্থিতিকারক । মূচরস বা শিমূলকষ কষা কারক, বীর্যস্তম্ভক, রক্তরোধক, শুষ্ককারক, শ্বেতপ্রদর, রক্তপ্রদর, অতিরিক্ত ঋতুস্রাব, পাতলা পায়খানা, আমাশয়, শুক্রতারল্য, স্নায়বিক দূর্বলতা এবং দাঁতের মাড়ি শক্ত করতে অত্যান্ত উপকারী ।
( তথ্য সূত্রঃ রোগ ও উদ্ভিদতত্ত্ব ( ৪-৬ খন্ড), লেখকঃ হাকীম এম এ কালাম পাটোয়ারী , প্রকাশকঃ ক্যামরুজ পাবলিকেশন্স, সংস্করনঃ জুলাই -২০০৮ , পৃষ্ঠাঃ ১৫৭ )
.
আয়ুর্বেদিক মতে গুণ ও আময়িক প্রয়োগঃ
মধুর-কষায়রস, শীতল, কফজনক, পিত্তনিবারক, শুক্রবর্ধক, মলরোধক, রক্তপিত্তের শান্তিকারক এবং বাতরক্তের উপশমকারক। ফুল মধুর কষায়রস, গুরুপাক, বলকারক, প্রদরনাশক, শীতল ও বায়ুবর্ধক ।
শিমুল অত্যন্ত শুক্র ও বলবর্ধক ।
(তথ্য সূত্রঃ আয়ুর্বেদীয় দ্রব্যগুণসার, লেখকঃ কবিরাজ শ্রী বাদল মজুমদার, প্রকাশকঃ বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন ,৩য় প্রকাশঃ জুন ২০১১ , পৃষ্ঠাঃ ৩০১ )
.
ইউনানী মতে গুনঃ
শিমুল শিতল ও আদ্র প্রকৃতির ।
শিমুল মূল বির্য গাঢ় কারক, যৌনশক্তি বর্দ্ধক, উত্তেজক ও ধ্বজভঙ্গ রোগে উপকারী ।
শিমুলকষ অত্যন্ত শুক্রবর্ধক, কামোদ্দীপক, স্নিগ্ধকারন, ও রসায়ন। বলকারক, সংকোচক ও রক্তস্রাব নিবারক । উদরাময় ও অতিরিক্ত ঋতুস্রাব নাশক।
শিমুলের কচি মুল বেটে মিছরি সহ সেবনে গনোরিয়ায় উপকারী ।
শিমুল ফুল জনযন্ত্রের দুর্বলতা নাশক, প্রদর নাশক এবং রসায়ন ও উত্তেজক। এছাড়া কামোদ্দীপক, মুত্রকারক এবং মূত্রযন্ত্রের রোগ নাশক ও চর্মরোগে উপকারী।
শিমুল পাতা ও বিজের প্রলেপ ফুলা নিবারক। পুরানো কাশিতে শিমুল পাতার রস চিনি সহ সকাল – বিকাল সেবনে উপকারী।
শিমুল কাটা দুধে বেটে ব্রনে ব্যবহারে ব্রন তাড়াতাড়ি সেরে যায় ।
(তথ্য সূত্রঃ ইউনানী মেটিরিয়া মেডিকা, লেখকঃ প্রিন্সিপ্যাল আবদুর রব খান , প্রকাশকঃ বিসিরাম প্রকাশনী, ৩য় প্রকাশঃ ৫ইং ডিসেম্বর ২০০৩ইং, পৃষ্ঠাঃ ৩৪৭ )
.
সেবন মাত্রাঃ
১) মূলঃ ( পাউডার ) ৭-১২ গ্রাম, মূচরসঃ ৩-৪ গ্রাম ( তথ্য সূত্রঃ রোগ ও উদ্ভিদতত্ত্ব ( ৪-৬ খন্ড), লেখকঃ হাকীম এম এ কালাম পাটোয়ারী, প্রকাশকঃ ক্যামরুজ পাবলিকেশন্স, সংস্করনঃ জুলাই -২০০৮, পৃষ্ঠাঃ ১৫৭)
২) ৩ গ্রাম ( পাউডার) ( তথ্য সূত্রঃ ইউনানী মেটিরিয়া মেডিকা, লেখকঃ প্রিন্সিপ্যাল আবদুর রব খান, প্রকাশকঃ বিসিরাম প্রকাশনী, ৩য় প্রকাশঃ ৫ইং ডিসেম্বর ২০০৩ইং, পৃষ্ঠাঃ ৩৪৬)
৩) মূল চুর্ন/পাউডারঃ ৭-১২ গ্রাম, শুষ্ক কষ চুর্নঃ ১-২ গ্রাম ( তথ্য সূত্রঃ প্রাথমিক চিকিৎসায় ভেষজ, লেখকঃ ডাঃ আলমগীর মতি, প্রকাশকঃ মডার্ণ প্রকাশনী, ৩য় প্রকাশ আগস্ট ২০১৫, পৃষ্ঠাঃ ১৭১ )
৪) ৩ গ্রাম (পাউডার ) ( তথ্য সূত্রঃ (তথ্য সূত্রঃ আয়ুর্বেদীয় দ্রব্যগুণসার, লেখকঃ কবিরাজ শ্রী বাদল মজুমদার, প্রকাশকঃ বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন, ৩য় প্রকাশঃ জুন ২০১১, পৃষ্ঠাঃ ৩০১)
খাওয়ার সাধারণ নিয়মঃ
রাতে ১ চামচ পাউডার হাফ গ্লাস পানিতে ভেজাবেন এবং সকালে শুধু পানিটুকু খাবেন ও নিচে জমানো অংশ ফেলে দিবেন। সকালেও একই নিয়মে ভেজাবেন ও একই নিয়মে রাতে খাবেন। অথবা ডাক্তারের কাছে থেকে পরামর্শ নিয়ে খাবেন।
.
পার্শ্ব-প্রতিক্রিয়া ও বিরূপ ক্রিয়াঃ নির্দেশিত মাত্রায় সেবনে কোনরূপ পার্শ্ব-প্রতিক্রিয়া ও বিরূপ ক্রিয়া সম্পর্কে জানা যায় নি । ( তথ্য সূত্রঃ ইউনানী মেটিরিয়া মেডিকা, লেখকঃ প্রিন্সিপ্যাল আবদুর রব খান, প্রকাশকঃ বিসিরাম প্রকাশনী, ৩য় প্রকাশঃ ৫ইং ডিসেম্বর ২০০৩ইং, পৃষ্ঠাঃ ৩৪৬)
সতর্কতা ও প্রতিনির্দেশঃ উষ্ণ প্রকৃতির লোকদের ক্ষেত্রে চিনি ও শতমূলী সহ সেবন উত্তম । ১৮ বছরের কম বয়সী রোগীদের সেবন নিষেধ । ( তথ্য সূত্রঃ প্রাথমিক চিকিৎসায় ভেষজ, লেখকঃ ডাঃ আলমগীর মতি, প্রকাশকঃ মডার্ণ প্রকাশনী, ৩য় প্রকাশ আগস্ট ২০১৫, পৃষ্ঠাঃ ১৭১ )
.
এই ভেষজটি আপনাদের জন্য নিয়ে এসেছে ডাঃ মোঃ ফাইজুল হক (আয়ুর্বেদিক, ইউনানী ও হোমিওতে সরকারী প্রাক্টিস রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক ও লেখক) পরিচালিত FH Shop .
.
ডাঃ মোঃ ফাইজুল হক এর সরাসরি নিজের তত্ত্বাবধানে হার্বস/ঔষধি ভেষজ থেকে সঠিক নিয়মে চুর্ন / পাউডার করা হয়েছে । কোনো কেমিকেল বা সাধারন প্রিজারভেটিভ ও ব্যবহার করা হয়নি ।
.
১০০% খাঁটি হার্বস ব্যবহার করার জন্য আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিন ,ঢাকার মধ্যে হোম ডেলিভারির সুযোগ এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পন্য ডেলিভারি দেওয়া হয় ।
.
আমাদের কাষ্টমার কেয়ারও পরিচালিত হয় কোয়ালিফাইড ভেষজবিদ/আয়ুর্বেদ/ইউনানী চিকিৎসক এর তত্ত্বাবধানে ।
.
২০০ গ্রাম ২০০ টাকা ।
Helal Khan –
আপনি নিজে হার্বস বিত্রয় করছেন দেখে খুব খুশি হলাম। আশা করি আমরা এখন থেকে ১০০% খাটি হার্বস খেতে পারব। ধন্যবাদ
sopon –
কত দিন খেতে হবে নিয়মিত ১ মাস খেলে ক্ষতি হবে কি?
Gopal Banik –
কচি শিমুল মূল চোরন 250gm
Hasnain (verified owner) –
শিমুলের মূল ভেজানো পানি নিয়মিত খেয়ে কি কাশি হতে পারে.?
FH SHOP –
না
Aslam –
উচ্চ রক্তচাপ থাকলে খাওয়া যাবে শিমুল মূল?
CHANDAN KUMAR GHOSH –
khati jinis khujchi
Ashraful Alom –
Good
Farhan –
স্যার আমি অবিবাহিত। আমার বীর্য পাতলা আর অনেক দ্রুত বের হয়ে যায়।আমি এই মুলের গুড়োটা নিতে চাচ্ছি। গুড়োটা খাওয়ার নিয়ম বললে উপকৃত হব।
FH SHOP –
২ চামচ পাউডার একগ্লাস পানিতে ভিজিয়ে রেখে(৬-৮ঘন্টা) সকালে ও রাতে ২ বার খেতে হবে সাথে বীর্য ঘন করার জন্য তেতুল বীজ চূর্ণও খেতে পারেন।