ড্রাই ফ্রুটস
আলহামদুলিল্লাহ, ১৪ টি মজার ও ব্যাপক উপকারী আইটেম নিয়ে আমাদের ড্রাই ফ্রুটস আপনাদের জন্য প্রস্তুত!
সম্পূর্ণ ঘরোয়াভাবে এবং বাছাইকৃত সেরা উপাদান দিয়ে প্রস্তুত করা হয় FH SHOP এর মিক্সড ড্রাই ফ্রুটস এবং সবগুলো কৌটায় সমানভাবে সবগুলো উপাদান বিদ্যমান। যদি উপাদানগুলো সব একটি বড় পাত্রে মিক্স করে সেখান থেকে কৌটায় ভরা হয় তাহলে সময় লাগবে অনেক কম। কিন্ত সব কৌটায় সব উপাদান তখন না থাকার সম্ভাবনাই বেশি থাকবে। তাই আমরা প্রতিটি কৌটার জন্য আলাদাভাবে ওজন দিয়ে ভর্তি করেছি এতে কোন কৌটায় কোন উপাদান কম-বেশি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যদিও তাতে সময় লাগে ডাবল
.
পুষ্টিগুণের পাওয়ার হাউস বলা হয় মিক্সড ড্রাই ফ্রূটসকে। শুকনো ফল ও বাদামই সাধারণত ‘ড্রাই ফ্রূটস’ নামে পরিচিত। এরকম অনেকগুলো ড্রাই ফ্রূটস যখন সমন্বয় করে একসাথে মিলিয়ে নেওয়া হয় অধিকতর পুষ্টির নিশ্চয়তায় একেই মিক্সড ড্রাই ফ্রূটস বলা হয়ে থাকে। ড্রাই ফ্রূটস আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, বিভিন্ন ভিটামিন, এসেন্সিয়াল ফ্যাট এবং অন্যান্য বিভিন্ন পুষ্টির উপাদানের একটি চমৎকার উৎস।
.
যেকোন ধরনের মিষ্টি, জর্দা, সেমাই, পায়েসের সঙ্গে অনায়াসেই মানিয়ে যাওয়ার মতো একটি খাবার হলো ড্রাই ফ্রূটস! এছাড়া মজার ফ্রূট কাস্টার্ড বানাতে আর কোন ঝামেলা পোহাতে হবেনা, যদি ঘরে থাকে এই বিশেষ আইটেম!
.
ফ্রেশ ফলের থেকেও ড্রাই ফ্রূটসের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বর্তমান। এছাড়া ড্রাই ফ্রুটস এ অনেক ফাইবারের পাশাপাশি থাকে প্রচুর পরিমান অ্যান্টি অক্সিড্যান্ট এবং পলিফেনল। পলিফেনল এবং অ্যান্টি অক্সিড্যান্ট রক্তপ্রবাহ ইমপ্রূভ করতে সাহায্য করে, হজমে সাহায্য করে, শরীরে জারণ সংক্রান্ত সমস্যার সমাধানেও ড্রাই ফ্রূটসের ভূমিকা উল্লেখযোগ্য।
.
গর্ভাবস্থায় ড্রাই ফ্রূটস খাওয়া অনেক উপকারী। আয়রনের অভাব পূরণ করে। ড্রাই ফ্রূটস শিশুর হাড় ও দাত বিকাশে প্রয়োজন। আলুবোখারা এবং খেজুর জরায়ুর পেশী শক্তিশালী করার জন্য পরিচিত। গর্ভাবস্থায় ড্রাই ফ্রূটস খাওয়ার ফলে হাঁপানি এবং ঘ্রাণকাশি হওয়ার ঝুঁকি হ্রাস পায়।
.
বাচ্চাদের জন্য ড্রাই ফ্রূটস খুবই উপকারী খাবার। বাচ্চাদের খুবই পছন্দের মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবার হতে পারে এই ড্রাই ফ্রূটস! সাধারণত ৬ মাস বয়সের পর থেকে শিশুকে খাবারের সাথে ড্রাই ফ্রূটস পাউডার করে খাওয়াতে পারেন। এতে করে শিশুর রক্তস্বল্পতা রোধ করবে, শক্তি বুস্টার হিসেবে কাজ করবে, কোষ্ঠকাঠিন্য রোধ করবে, স্বাস্থ্য উন্নতি করবে এবং চোখের স্বাস্থ্যের উন্নতি করবে মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে।
.
উপাদানসমূহঃ
কাঠ বাদাম
জাম্বু কাজু বাদাম
আখরোট
পেস্তা বাদাম
গোল্ডেন কিসমিস
ব্ল্যাক কিসমিস
গোল্ডেন খুরমা
ড্রাই নারকেল চিড়া
জাম্বু চিনা বাদাম
ব্লাক খুরমা
তরমুজ বীজ
কুমড়া বীজ
সূর্যমুখী বীজ
ড্রাই তিন ফল ও
জার্দা আলু
আসুন সংক্ষেপে জেনে নেই এই পাওয়ার হাউস মিক্সড ড্রাই ফ্রূটস কিছু উপাদানের গুনাবলী। আরও বিস্তারিত জানতে চাইলে গুগলে উল্লেখিত উপদানের উপকারিতা লিখে সার্চ দিলেই হবে।
কাঠবাদামঃ কাঠবাদামে আছে ভিটামিন \”বি\” \”ই\” ও \”ডি\”, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস! এছাড়াও রয়েছে প্রচুর মিনারেলস!
কাঠবাদাম স্মৃতিশক্তি প্রখর করে এছড়া ডায়াবেটিস রোগীদের গ্লূকোজের মাত্রা ঠিকঠাক রাখতে কাজ করে।
কাজুবাদামঃ কাজুবাদামে আছে ম্যাগনেসিয়াম, জিংক, পটাসিয়াম, ভিটামিন ই।
পেস্তাবাদামঃ এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ৬, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও মিনারেলস।
আখরোটঃ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আনসাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, প্রোটিন, ফসফরাস, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার।
কিসমিসঃ হজমে সাহায্য করে, রক্তশূন্যতা দূর করে, এতে আছে প্রচুর ক্যালসিয়াম যা দাঁত আর হাড় মজবুত করে, দেহে শক্তি সরবরাহ করে: দুর্বলতা দূরীকরণে কিসমিসের জুড়ি মেলা ভার। কিসমিসে রয়েছে চিনি, গ্লূকোজ এবং ফ্রূক্টোজ, যা তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহ করে।
ত্বীন ফলঃ কুরআনে বর্নিত ত্বীন ফল নিয়ে নতুন করে বলার কিছু নেই। অনেক পুষ্টিগুণে ভরপুর তীনে আছে ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-কে, ভিটামিন-বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক, কপার, আইরন ইত্যাদি।
খুরমা খেজুরঃ খেজুর অতি মিষ্টিজাত ফল। এতে রয়েছে প্রচুর ক্যালোরি এবং রয়েছে প্রচুর খাদ্যগুণ, যেমন ভিটামিন-বি,-সি, আয়রন এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন-কে।
তরমুজ বীজঃ সারাদিনে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন, তার ৬০ শতাংশ পাওয়া যায় এককাপ তরমুজের বীজে। শরীরের জন্য প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ফলে, রক্তচাপ নিয়ন্ত্রণ। করোনারি হার্ট ডিজিজের চিকিৎসার ক্ষেত্রেও এটা একটা জরুরি উপাদান। এছাড়া তরমুজ বীজে রয়েছে ভিটামিন-বি, বিভিন্ন ধরনের মিনারেলস, ফ্যাট ও প্রয়োজনীয় আয়রন।
কুমড়া বীজঃ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো একাধিক উপাদান।
জর্দা আলুঃ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-বি২, ভিটামিন-বি৩, ভিটামিন-এ এবং ভিটামিন-সি রয়েছে।
সূর্যমূখী বীজঃ এতে রয়েছে এন্টি-এজিং প্রপার্টিজ যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। এর মধ্যকার ভিটামিন ‘ই’ ও বিটা ক্যারোটিন ত্বককে তারুণ্যদীপ্ত করে ও ঔজ্জ্বল্য ধরে রাখে। চূল পড়া রোখ করে। কলেস্টরল কমায়। এর মধ্যকার ম্যাগনেশিয়াম নার্ভ সেলের অতিরিক্ত ক্যালশিয়ামের মাত্রা কমিয়ে স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করাতে সাহায্য করে।
আমাদের ড্রাই ফ্রূটসের মূল তালিকা:
#৫০০ গ্রামের কৌটা ৫৩০ টাকা
১কেজি ১০০০ টাকা (৬০ টাকা সাশ্রয়! এছাড়াও আধা কেজি ও ১ কেজির জন্য কুরিয়ার চার্জ একই তাই একসাথে ১ কেজি নিলেই বেশি সাশ্রয়ী হবে ইনশাআল্লাহ)
– আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী উপাদান এবং পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে মূল্যের তারতম্য হতে পারে।
বিস্তারিত যেকোনো তথ্যের জন্য প্রয়োজনে ইনবক্স করুন অথবা আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করুন প্লিজ!
আমাদের কাস্টমার কেয়ার নাম্বার-
+880 1771-503214
+880 1822-773325
শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয়দিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত, মাঝে শুধু মাত্র দুপুরে একটা থেকে দুইটা পর্যন্ত বিরতী ব্যতীত এবং পাঁচ ওয়াক্ত নামাজের সময় ব্যতীত কল করার অনুরোধ রইলো।
Khan –
অনেক মজার আর উপকারী একটি আইটেম এই ড্রাই ফ্রুটস !
FH SHOP –
জ্বি, ধন্যবাদ আপনাকে।
jasim uddin –
আপনাদের ডিলার পয়েন্টে কি এগুলো পাওয়া যাবে?
Fazle Rabbi –
৫৩০ টাকা মূল্যে সব মিলিয়ে কি পরিমান থাকবে?
FH SHOP –
৫০০ গ্রাম থাকবে।
Ahkhan –
5